সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

12

মানসম্মত সেবা দিতে না পারার অভিযোগে গ্রামীণফোনের ওপর সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গতকাল বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি নির্দেশনা গ্রামীণফোনে পাঠিয়েছে বিটিআরসি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গ্রামীণফোনের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘যতদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি সেবার মান না বাড়াবে ততদিন এই নিষেধাজ্ঞা চলবে। কারণ এর আগেও তাদের অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।’ খবর বার্তা সংস্থার
এদিকে,বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে- চলতি বছরের মে পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।