সিভাসু’র ২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস

11

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাস রবিবার শুরু হয়েছে। সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ এবং ফিশারিজ অনুষদে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়। নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু উপলক্ষে অনুষদভিত্তিক পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর সদস্য ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন এবং ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাস। বিজ্ঞপ্তি