সিভাসু’র শিক্ষার্থীরা পেলেন কিটবক্স

17

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুজ্জামান এবং ভেটেরিনারি ক্লিনিক্স এর পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘আজকে তোমরা যেসব কিট (যন্ত্রপাতি) পেলে-সেগুলো যথাযথভাবে ব্যবহার করবে। কারণ পেশাগত দক্ষতা অর্জনের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই। আর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের সব ধরনের সুযোগ-সুবিধা আমরা তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা ফ্যাসিলিটিজগুলোকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে এবং সিভাসু’কে এগিয়ে নিয়ে যাবে।’ বিজ্ঞপ্তি