সিভাসু’তে স্বাধীনতা দিবসের কর্মসূচি

100

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের নিমিত্তে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। আজ সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সিভাসু ওয়েবসাইটে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্ণার’ উদ্বোধন, বৃক্ষরোপণ, কেন্দ্রীয় লাইব্রেরির মুক্তিযুদ্ধ কর্ণারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক বই হস্তান্তর, শিক্ষক-কর্মকর্তা-ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ, কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ, মিলাদ ও বিশেষ মোনাজাত, সাংস্কৃতিক সন্ধ্যা ‘মুক্তির উৎসব’ এবং আলোকসজ্জা। বিজ্ঞপ্তি