সিভাসুতে অর্থোপেডিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণ

51

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর মেডিসিন ও সার্জারি বিভাগ এবং এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রথমবারের মত দুই দিনব্যাপি “Hands-on orthopedic training for field veterinarians and academicians on livestock and pet animals of Bangladesh” শীর্ষক প্রশিক্ষণ সম্প্রতি সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আহাদ, চট্টগ্রামের বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, মেডিসিন ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. ভজন চন্দ্র দাস।
প্রশিক্ষণে শিক্ষানবিশ হিসেবে উপস্থিত ছিলেন মাঠ পর্যায়ের ৩০ জন ভেটেরিনারিয়ান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত সার্জারি শিক্ষাবিদরা। প্রশিক্ষণ প্রদান করেন প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর ও ডা. তুলি দে। প্রশিক্ষণে গবাদি প্রাণি ও পোষা প্রাণিদের অর্থোপেডিক্স এর বিভিন্ন ব্যবহারিক বিষয় বিশেষ করে অর্থোপেডিক্স আক্রান্ত প্রাণিদের রোগ সনাক্তকরণ কৌশল, বাহ্যিক ও অভ্যন্তরীণ পদ্ধতিতে হাড় ভাঙ্গা চিকিৎসা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি