সিপিএল নিলামে প্রথম ভারতীয় ইরফান

19

প্রথম ভারতীয় হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলোয়াড় নিলামে নাম লিখিয়েছেন ইরফান পাঠান। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। কোনো দলে সুযোগ পেলে বিদেশি কোন টি-টোয়েন্টি লিগে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন ইরফান। সিপিএলের নিজস্ব ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ২০টি দেশের ৫৩৬ জন খেলোয়াড় এ পর্যন্ত নিলামে নাম লিখেয়েছেন। সিপিএল টুর্নামেন্ট অপারেশনস মাইকেল হল এক বিবৃতিতে বলেন, ‘প্রকৃত সত্য হচ্ছে এত বেশি খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্তি থেকে আমাদের লিগের মর্যাদা বুঝা যাচ্ছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা এমন একটি বিষয় যা জন্য সকল খেলোয়াড় মুখিয়ে থাকে। এখানে উচ্চমানের ক্রিকেট খেলা হয়। আমরা আশা করছি, এবারের টুর্নামেন্টও এর ভিন্ন কিছু হবে না।’ আন্দ্রে রাসেল, সুনিল নারিন এবং শিমরন হেটমায়ারদের মতো ক্যারিবীয় তারকাদের সঙ্গে নিলামে নাম থাকছে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান, ইংল্যান্ডের আলেক্স হেলস, জফরা আর্চার, আফগানিস্তানের রশীদ খান ও দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনির মতো শীর্ষ খেলোয়াড়দের।