সিপিএলে সুপার ওভারের রোমাঞ্চ

14

বিশ্বকাপ ফাইনালের কথা এত দ্রæত ভুলে যাওয়ার কথা নয় ক্রিকেটপ্রেমীদের। সুপার ওভারের রোমাঞ্চের পরও জয়-পরাজয় নির্ধারণ হয়নি। শেষ পর্যন্ত বাউন্ডারি ব্যবধান ধরে নিয়ে নিয়ে ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। তবে, এবার বাউন্ডারি ব্যবধানে যেতে হয়নি; কিন্তু ঠিকেই সুপার ওভার রোমাঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি ছিল স্বাগতিক সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং ত্রিনবাগো নাইটরাইডার্স। সুপার ওভারে ১৩ রানে সেন্ট কিটসের কাছে হেরে গেছে ত্রিনবাগো এবং এটাই এবার তাদের প্রথম পরাজয়।
টস জিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের ৪৫ বলে ৯০ রানের টর্নেডো ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২১৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে ত্রিনবাগো।
জবাবে সেন্ট কিটস ৭ উইকেটে ২১৬ রানে থেমে যায়। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।