সিনেমা ব্যবসা না করলে মনে হতো মাথায় আকাশ ভেঙে পড়েছে : জুহি

49

এখনকার তারকারা নিজেদের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে একটুও সংকোচ বোধ করেন না। কিন্তু আগে এমন ছিল না বলে জানান জুহি চাওলা। সিনেমায় সবসময়েই সুন্দর দেখাক, তার সময়ের অন্য তারকাদের মতো তিনিও এমনটাই চাইতেন।
জুহি চাওলার মতে, এখনকার তারকাদের অভিনয় অনেক বেশি বাস্তব মনে হয়। আগে নারীরা নিজেদের চেহারা নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে সংকোচ করতেন। আলিয়া ভাট এর ‘উড়তা পাঞ্জাব’ ও ‘রাজি’ এবং আনুশকার ‘সুঁইধাগা’র উদাহরণ টেনে জুহি বলেন, এখনের শিল্পীরা অনেক সাহসী।
জুহি বলেন, ‘আগে আমরা নায়িকা, আদর্শ নারী, কন্যা, জীবন সঙ্গীর চরিত্রে অভিনয় করতাম। কিন্তু এখনকার শিল্পীদের দেখি সাহসের সাথে জটিল চরিত্র বেছে নিতে।
জুহি আরও বলেন, ‘সব সিনেমাতেই সুন্দর লাগুক এবং সিনেমার চরিত্রটি মানুষ পছন্দ করুন, এমনটাই চাইতাম।’
তিন দশকের ক্যারিয়ারে অনেক চড়াই উতরাই পার করেছেন জুহি চাওলা। জুহি বলেন, ‘সিনেমা ব্যবসা না করলে মনে হতো মাথায় আকাশ ভেঙে পড়েছে। বাসায় বসে কাঁদতাম। কিন্তু আসলে তো আকাশ ভেঙে পড়তো না। আরেকটি দিন শুরু হতো এবং আবার কাজে ফিরতাম। পরের ছবি ভালো করবে সেই আশা করা শুরু করতাম।’