সিনেমা প্রযোজনা করবেন মালালা

12

‘অস্কার’ এর জন্য মনোনীত হওয়া পাকিস্তানের প্রশংসিত চলচ্চিত্র ‘জয়ল্যান্ড’ এর প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন নারী শিক্ষা কর্মী মালালা ইউসুফজাই। এ বছর অস্কারের জন্য মনোনীত করা হয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক বিভাগে পাকিস্তান থেকে অস্কারে জমা হওয়া চলচ্চিত্রটির একজন নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন মালালা।
তাঁর নিজস্ব টিভি প্রযোজনা সংস্থা রয়েছে যার নাম ‘এক্সট্রা কারিকুলার প্রোডাকশন’। এই বছরের শুরুর দিকে কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল যেখানে এটি আন সার্টেন রিগার্ড স্ট্র্যান্ডে ‘কুইয়ার পাম’ এবং ‘জুরি’ পুরস্কার জিতেছিল। এটি পরবর্তীতে উত্তর আমেরিকার টরন্টোতে প্রিমিয়ার হয়েছিল। মালালা ইউসুফজাই বলেন, ‘আমি এমন একটি চলচ্চিত্রকে সমর্থন করতে পেরে অবিশ্বাস্যভাবে গর্বিত যেটি প্রমাণ করে যে পাকিস্তানি শিল্পীরা বিশ্ব চলচ্চিত্রের সেরাদের মধ্যে একজন। ‘জয়ল্যান্ড’ এমন একটি চলচ্চিত্র যা আমাদের কাছের মানুষদের চোখ খুলে দিতে পারে। আমাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের বা কাছের মানুষকে আমাদের সেই দৃষ্টিতে দেখা উচিত, যা তাদের নিজস্বতা। প্রকৃতপক্ষে তারা যেমন, তেমনটাই গ্রহণ করা উচিত।