সিডিএ’র সার্ভেয়ার পরিচয়ে প্রতারণা আটক ৩

8

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সিডিএ’র সার্ভেয়ার পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয়রা। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান প্রকল্পের আওতায় ভূমি, কাচা-পাকা ঘর, হোল্ডিং নাম্বার ইত্যাদি তথ্য সংগ্রহের সময় ভুয়া সন্দেহ হলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিনখাইন গ্রামের মানুষ তাদের আটক করেন।
এরপর ‘ভবিষ্যতে এ ধরনের কর্মকাÐে জড়িত হবে না’ মর্মে মৌখিকভাবে সতর্ক করে দিয়ে বিকেল তিনটায় পরিষদের সদস্যরা তাদের ছেড়ে দেন। আটক তিন ব্যক্তি হলেন লুৎফুর রহমান, জাকারিয়া আলম ও শাকিল হাসান।
স্থানীয়রা জানান, ডাটা এক্সপার্ট প্রাইভেট লি. কোম্পানির সার্ভেয়ার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, এ তিন ব্যক্তি গতকাল বৃহস্পতিবার কুসুমপুরা দক্ষিণ হরিনখাইন গ্রামে গিয়ে বিভিন্ন কাচা-পাকা ঘর, হোল্ডিং নাম্বারের তথ্য সংগ্রহসহ পাকা ঘরের ছবি তুলছিলেন। স্থানীয় লোকজন এ তথ্য কেন সংগ্রহ করা হচ্ছে জানতে চাইলে তারা ওয়াসার লাইন ও গ্যাস লাইন স্থাপন করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করার কথা জানান। এ সময় তারা জহির আহমদের ঘরের ছবি তোলেন এবং সিডিএ’র অনুমোদন আছে কিনা জানতে চান। তাদের কথাবার্তায় সন্দেহ হলে জহির আহমদ স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত আকবরকে খবর দেন। এ সময় ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে এ তিন ব্যক্তি ইউপি সদস্যকে এ সংক্রান্তে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি তিনি কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনকে অবহিত করেন। ইউএনও’র নির্দেশে ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য শওকত আকবরের সহযোগিতায় তাদের পরিষদে নিয়ে যান।
ইউপি পরিষদে মেট্রোপলিটন এলাকায় মাস্টারপ্ল্যান সার্ভে করার পরিবর্তে গ্রামাঞ্চলে কেন সার্ভে জরিপ করছে এবং কর্তৃপক্ষের নির্দেশ আছে কিনা জানতে চাইলে তারা কোনো সদোত্তর দিতে পারেনি। বিকেল তিনটায় ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত হবেনা মর্মে মৌখিকভাবে সতর্ক করে দিয়ে পরিষদের সদস্যরা তাদের ছেড়ে দেয়।