সিটি মেয়রের সাথে পরিবহন শ্রমিকদের মতবিনিময়

31

চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের সাথে সড়ক পরিবহন শ্রমিক আইন-২০১৮ আলোকে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম সিলেট পূর্বাঞ্চল কমিটির নেতৃবৃন্দের মত বিনিময় গত ২৭ নভেম্বর সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় মাননীয় মেয়রকে উদ্দেশ্য করে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশন চট্টগ্রাম-সিলেট পূর্বাঞ্চল কমিটির সভাপতি ছিদ্দিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সভাপতি আলাউদ্দিন রানা। মত বিনিময় সভায় বিভিন্ন বেসিক ও শাখা সংগঠন সমূহের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন, ধুম-শুভপুর মুহুরী প্রজেক্ট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম, ইয়াসিন নিয়াজী, আবদুল মালেক, শাহ আলম ফিরোজী, বেলায়েত হোসেন ফরাজী, সেলিম খান, নাসির, সোলায়মান, ইউসুফ, ইলিয়াস, সুমন সিকদার, জিকু, সাত্তার প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সড়ক পরিবহন ২০১৮কে এ যাবতকালে সর্বাপেক্ষা নির্যাতন ও নীপিড়নমূলক সড়ক পরিবহন আইন বলে আখ্যায়িত করেন। এই আইন কোন অপরাধে কত লক্ষ টাকা জরিমান ও কত বছর সাজা অথবা উভয় দন্ডের কলঙ্কজনক ছাড়া ফিরস্তি ছাড়া আর কিছু নয় বলে বক্তারা উল্লেখ করেন। কয়েকজন বক্তা বি.আর.টি.এ কর্তৃক লাইসেন্স প্রদান ও নবায়নে চরম দুর্নীতি, হয়রানি ও অপমানজনক ব্যবহারের করুণ চিত্র তুলে ধরেন। অত্যন্ত ধৈর্য্য ও আন্তরিকতার সাথে মাননীয় মেয়র মহোদয় নেতৃবৃন্দের বক্তব্য অত্যন্ত আন্তরিকতার সাথে শ্রবণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভ্যাগত নেতৃবৃন্দকে ধৈর্য্য ও শৃঙ্খলার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবীর সাথে একাত্মতা প্রকাশ পূর্বক তাদের যেকোন অভাব, অভিযোগ, সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতির অনুরোধের প্রেক্ষিতে তিনি আগামী কয়েকদিনের মধ্যে বিআরটিএ চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ফেডারেশন ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ সমন্বয়ে যৌথ সভা আহব্বানের আশ্বাস প্রদান করেন যেখানে শ্রমিকেরা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে তাদের অনেকগুলো সমস্যার সমাধান পেয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি