সিটি মেয়রের সাথে আইডিইবি নেতৃবৃন্দের সাক্ষাৎ

27

গত রোববার রাতে টাইগারপাসস্থ চসিক সিটি মেয়রের দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখার নির্বাচনে বিজয়ী আবু তাহের জসীম উদ্দিন আলাউদ্দীন জয়দেব প্যানেল সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে সিটি মেয়র আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার নির্বাচনে নবগঠিত প্যানেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের আইডিইবি’র একটা অবস্থান সৃষ্টি হয়েছে। যাহা দেশের সীমানা পেরিয়ে আন্তজার্তিক পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশে ঢাকার পরেই চট্টগ্রামের অবস্থান। তিনি বলেন, সক্ষমতার লেভেল আরও ৬-৭ গুন বৃদ্ধি করতে হবে। তাহলে জনগণ এবং সদস্য প্রকৌশলীগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র। তিনি বলেন, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ডিপ্লোমা প্রকৌশলীগণের স্বীকৃতি এনে দিয়েছে আইডিইবি। আইডিইবি’র গৌরবোজ্জ¦ল ভাবমূর্তি ও অস্তিত্ব রক্ষা, সদস্য প্রকৌশলীগণের পেশাগত সমস্যার দ্রুত সমাধান, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আইডিইবিকে স্ব-মহিমায় প্রতিষ্ঠিত করাসহ মুক্তিযুদ্ধের চেতনার মূল স্রোতধারায় ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটিকে সুন্দর ও সুশৃংখলভাবে দায়িত্ব পালন করার পরামর্শ দেন সিটি মেয়র। এ সময় নব গঠিত আবু তাহের জসীম উদ্দিন আলাউদ্দীন জয়দেব প্যানেলের সভাপতি মোহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি মো. নেছার উদ্দিন, মো.মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, অর্থ সম্পাদক সৈয়দ মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক জয়দেব বৈদ্য, সহ সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সাগর, চাকুরী বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম নান্টু, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. আবু জাফর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. রফিকুর রহমান, সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক রাজীব চৌধুরী, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এস এম তারেক, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আবিদুর রহমান খান, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সালমা খাতুন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহিনী রঞ্জন চাকমা ও ছাত্র বিষয়ক সম্পাদক পাপন বড়ুয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি