‘সিটি নয়, ইউরোপ সেরা বায়ার্ন’

5

নড়বড়ে শুরুর পর দারুণ ছন্দে এগিয়ে চলছে ম্যানচেস্টার সিটি। টানা জয়ের রেকর্ড তারা বাড়িয়ে নিয়েছে ২০ ম্যাচে। সামনে ম্যাচে হাতছানি দিচ্ছে আরও রেকর্ড। অনেকে তাই সিটিকেই দিচ্ছেন বর্তমানে ইউরোপ সেরা দলের তকমা।
তবে তাদের সঙ্গে একমত নন প্রিমিয়ার লিগের দলটির কোপ পেপ গুয়ার্দিওলা। তার মতে, ইউরোপ সেরা দল এখন বায়ার্ন মিউনিখ। গত ২১ নভেম্বরের পর থেকে কোনো ম্যাচ হারেনি গুয়ার্দিওলার দল।
মঙ্গলবার লিগে পয়েন্ট তালিকার দ্বাদশ স্থানে থাকা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে হার এড়ালেই নিজেদের একটি রেকর্ড স্পর্শ করবে তারা। সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত থাকবে টানা ২৮ ম্যাচ। কিন্তু সোমবার সংবাদ সম্মেলনে সিটি কোচ জানালেন, তার চোখে এগিয়ে বায়ার্ন ও লিভারপুল।