সিটি কলেজ ছাত্রলীগের সমাবেশ জঙ্গী ও মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতা রুখে দাঁড়াও

66

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ-ছাত্রসংসদ। কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাত্রসংসদের ভিপি আবু তাহেরের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের (বৈকালিক) সাধারণ সম্পাদক এম. রাশেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্র সংসদের জিএস মারুফ আহম্মদ সিদ্দিকী, মো. সোহেল। উপস্থিত ছিলেন বোখারী আজম, আবু বক্কর, আরিফুল হক ফরহাদ, মো. ফারুক, সজিবুল ইসলাম, মো. মহসিন, ফজলে রাব্বি সমুন, আসিফ হোসেন, ধানেশ মিয়া, রফিকুল ইসলাম, ছোটন দাশ, গিয়াস উদ্দিন রায়হান, ইয়াসির আরাফাত, হৃদয় কুমার দাশ, সাজ্জাদ হোসেন, আরাফাত মহিউদ্দিন, মোস্তফা রুমেন, প্রসেনজিৎ নাথ, মাইনুল হাসান, আকবর জুয়েল, মাইনুদ্দীন, আবিদ হোসেন, সুলতান ফাহিম, সেতু কর্মকার, রিয়াদ মাহমুদ, মামুনুর রশিদ, শাহারিয়ার সানভি, মাসুক আল মাসুদ, মো. জুয়েল, মেহেরাব হোসাইন অপি, আসিফুল হক সিফাত, সোহান, মো. ফাহিম, আতিকুল ইসলাম নাঈম, মারজান আক্তার, আয়েশা সিদ্দিকা রাবেয়া প্রমুখ।বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত হয়েছে সোনার বাংলা। কিন্তু এ স্বাধীন বাংলায় একাত্তরের পরাজিত শক্তি, মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপরাজনীতি করছে। অতীতের ন্যায় বর্তমানেও তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে চট্টলার ছাত্রসমাজ। বক্তারা জঙ্গীবাদ ও মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতা রুখতে ছাত্রসমাজকে সর্বদা সজাগ থাকার আহŸান জানান। বিজ্ঞপ্তি