সিটি কর্পোরেশন নির্বাচন সরে দাঁড়ালেন ৫৩ প্রার্থী

54

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ৫৩ প্রার্থী। এদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ, আওয়ামী লীগ সমর্থিত ৪৪ জন, বিএনপি সমর্থিত সাতজন ও ন্যাপ সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থী আছেন। ফলে বর্তমানে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী নির্বাচনী দৌড়ে আছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রত্যাহারের পর মেয়র পদে ছয়জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৬ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৬১ জন প্রার্থী আছেন। সোমবার (আজ) সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে। প্রতীক পাওয়ার পর তারা প্রচারণায় অংশ নিতে পারবেন। প্রার্থীরা যাতে আচরণবিধি যথাযথভাবে পালন করেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। ব্যত্যয় হলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব।’
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে জাপা প্রার্থী সোলায়মান আলম শেঠ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে নাহিদা ইয়াছমিন ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে কাজী শাহিনা সুলতানা ডলি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১ নং ওয়ার্ডে ডা. মো. নিয়াজ মোরশেদ ও মো. হাবিবুল্লাহ বাহার, ২ নং ওয়ার্ডে মো. আবুল কাশেম ও মো. ইব্রাহিম, ৩ নং ওয়ার্ডে মো. আব্দুল্লাহ আল মামুন, ৪ নং ওয়াডে এসএম হুমায়ুন কবির, জামাল উদ্দিন,আমজাদ হোসেন ও মো. নাজমুল হক, ৫ নং ওয়ার্ডে জসীম উদ্দিন, খালেদ হোসেন খান ও জানে আলম জিকু, ৭ নং ওয়ার্ডে মো. রিজুয়ান উদ্দিন চৌধুরী, ৮ নং ওয়ার্ডে মো. জমির উদ্দিন, ১৩ নং ওয়ার্ডে মো. বাদশা আলমগীর, ১৪ নং ওয়ার্ডে মো. আব্দুল আলীম স্বপন, দিদারুল আলম, আব্দুল কাদের ও তৌহিদ আজিজ, ১৫ নং ওয়ার্ডে মো. আরিফুল অইসলাম, ১৬ নং ওয়ার্ডে কায়সার আহমেদ ও মো. শাহেদুল আজম শাকিল, ১৭ নং ওয়ার্ডে মো. মাসুদ করিম, ১৮ নং ওয়ার্ডে মো. আজিজুল হক মাসুম, ২০ নং ওয়ার্ডে মিটুন দাশ গুপ্ত, ২১ নং ওয়ার্ডে রাজীব দাশ সুজয়, সুচিত্র গুহ, আব্দুস হান্নান, আব্দুল নাসের, ফরহাদুল ইসলাম ও প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, ২৩ নং ওয়ার্ডে আসিফ খান, সিরাজুল ইসলাম, মো. রিয়াদ খান ও মো. জাহেদ, ২৬ নং ওয়ার্ডে নাজিমুল ইসলাম মজুমদার, ২৮ নং ওয়ার্ডে আব্দুর রহিম আরমেনী, ৩২ নং ওয়ার্ডে একেএম জাবেদুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ডে মো. মেজবাহ উদ্দিন মিন্টু, ৩৪ নং ওয়ার্ডে ঝুলন দেবনাথ, ৩৭ নং ওয়ার্ডে মো. শফিউল আলম, ৩৮ নং ওয়ার্ডে মো. আবু নাছের, মো. বদিউর রহমান, মো. সালাউদ্দিন ও মো. আজম উদ্দিন, ৩৯ নং ওয়ার্ডে হাসান মাহমুদ আনসারী, ৪০ নং ওয়ার্ডে জয়নাল আবেদীন চৌধুরী এবং ৪১ নং ওয়ার্ডে মো. ওয়াহিদুল আলম চৌধুরী।
প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে জানে আলম জিকু, জমির উদ্দিন নাহিদ, বাদশাহ আলমগীর, মোহাম্মদ তৈয়ব, রিয়াদ খান, মেজবাহ উদ্দিন মিন্টু, আজম উদ্দিন, হাসান মাহমুদ বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। ন্যাপ সমর্থিত একজন প্রার্থী ছাড়া বাকিরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।