সিজেকেএস শেখ রাসেল জাতীয় রোলবল টুর্নামেন্ট কাল শুরু

32

রোল বল হচ্ছে স্ক্যাটিং শু পড়ে হ্যান্ডবল খেলা। তবে এ খেলাটি বাংলাদেশে একেবারে নতুন। আর এ নতুন খেলাটিকে জনপ্রিয় করার জন্য সাংবাদিকদের প্রচারণার সহযোগিতা চেয়েছেন শেখ রাসেল জাতীয় রোলবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় রোলবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা যে ক্রীড়ানুষ্ঠান আয়োজনে দেশের শ্রেষ্ঠতম এটি আরেকটি উদাহরণ।
আগামীকাল বিকাল ৩ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে অতিথি হিসেবে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করবেন হবে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। টুর্নামেন্টের উদ্বোধক থাকবেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান এবং বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান।
এ টুর্নামেন্টে চট্টগ্রাম জেলাসহ মোট ৮টি জেলা অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের খরচ নির্বাহের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার নয়শত টাকা। বাজেটের সমুদয় টাকা চট্টগ্রামের সিটি মেয়র ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করবেন। সিজেকেএস শেখ রাসেল জাতীয় রোলবল টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে গতকাল সিজেকেএস কন্ফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্যসম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস রোলার স্ক্যাটিং কমিটির সম্পাদক আবদুর রশিদ লোকমান।
সিজেকেএস নির্বাহী সদস্য ও রোলার স্কেটিং কমিটির চেয়ারম্যান মিসেস রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ মো. দিদারুল আলম চৌধুরী, জহির আহমদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দিন হাসান, আছলাম মোরশেদ, রোলার স্কেটিং কমিটির ভাইস-চেয়ারম্যান ডেরিক র‌্যান্ডলফ, আকতারুজ্জামান, যুগ্ম-সম্পাদ আদিল কবির, সদস্য এবি ছিদ্দিক, আল-মামুন, শাজাদা বেগম ডলি, সিজেকেএস কাউন্সিলর মো: শাহজাহান, লুৎফুল করিম সোহেল, আলী হাসান রাজু প্রমুখ।