সিজেকেএস নির্বাচন আজ

50

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) র আমেজহীন নির্বাচন আজ। তবে পুরো প্যানেলের নয়। শুধুমাত্র কোষাধ্যক্ষ নির্বাচন হবে আজকের র্নিবাচনে। এর আগে সমঝোতার বাইরে থেকে দুই বিদ্রোহী পদের একটি নির্বাহী সদস্য হিসেবে প্রবীন কুমার ঘোষ নির্বাচন করার ঘোষণা দিলেও দিনকয়েক আগে তা প্রত্যাহার করে নেন তিনি। সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিজেকেএস কার্যালয়ে ভোট গ্রহণ চলবে। সব ঠিকঠাক ছিল। কিন্তু বর্তমান সাধারণ সম্পাদক, নগরপিতা আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে সমঝোতার এই নির্বাচনের এক প্রকার বিদ্রোহী হিসেবে কোষাধ্যক্ষ পদে রাশেদুল আলম এবং নির্বাহী সদস্য পদে প্রবীন কুমার ঘোষ প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলে বসলে সরগরম হয়ে ওঠে স্টেডিয়াম পাড়া। তারপরও অনেকের ধারণা ছিল তারা হয়তো প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রবীন কুমার ঘোষ দিন কয়েক আগে প্রত্যাহার করে নিলেও নির্বাচন করার ব্যাপারে ছিলেন রাশেদুল আলম। যদিও নিয়ম অনুসারে প্রার্থীতা প্রত্যাহারের নির্দিষ্ট সময়ের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ব্যালট পেপারে তার নাম থেকে যাবে। সেদিক থেকে কেবল কোষাধ্যক্ষ পদে নির্বাচন হবে আজ। তাই তো অনেকের কাছে এখনো ধোঁয়াশা, কয় পদে নির্বাচন হবে আজ একটি নাকি দুটি? আট বছর পর অনেকটা আমেজহীন এই নির্বাচনে বেশ ভালই উৎসাহ কাজ করছে কাউন্সিলরদের মাঝে।