সিজেকেএস ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

44

 

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়। সকাল ৯টায় সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রæপ অব কোম্পানীর সিওও শান্তনু বিশ্বাস। সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস-চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরীর সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস-চেয়ারম্যান মিনহাজ উদ্দীন আহমেদ, সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসান, শওকত হোসাইন সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মনোরঞ্জন দে, কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, এসএম শহীদুল ইসলাম, মাহমুদুর রহমান মাহবুব, সাইফুল্লাহ চৌধুরী, আবু সামা বিপ্লব, রাশেদুর রহমান মিলন, লিয়াকত আলী জসিম, আবদুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
উদ্বোধনী দিনে দুটি খেলা সম্পন্ন হয়। এতে এফএমসি ও সারা এগ্রো ফার্ম শুভ সূচনা করে। দিনের প্রথম খেলায় টস হেরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রেজাউল করিম ১২ এবং ইনজামামুল হক ১৩ রান করেন। এফএমসির হয়ে তারেক আজিজ তিনটি এবং সাখাওয়াত হোসেন দুটি উইকেট নেন।
৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এফএমসি গ্রুপ কফিল উদ্দিনের ৩৭ বলের ৬৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১১.১ ওভারে জয়ের বন্দরে নোঙ্গর করে। অন্যদের মধ্যে সামশুদ্দোহা বাপ্পা ১১ রান করেন। সিটি কর্পোরেশনের সাজ্জাদ দুটি উইকেট নেন। খেলায় ম্যাচসেরা হন এফএমসির কফিল উদ্দিন। তাকে পুরস্কৃত করেন বনফুল এন্ড কোং জিএম মো. আমানুল আলম।
ইস্পাহানী গ্রুপ সারা এগ্রো ফার্মের মধ্যকার দিনের অপর খেলায় ছয় উইকেটে জয় পেয়েছে সারা এগ্রো। টস জিতে ইস্পাহানী আগে ব্যাট করে আট উইকেটে ১৩১ রান তোলে। দলের হয়ে আবু নেয়াজ লিংকন ৩১, শরিফুল ইসলাম ৪১, সাব্বির হোসেন ১৮ ও ফখরুদ্দিন ১৭ করেন। সারা এগ্রোর পক্ষে বেলাল ও রতন দাশ দুটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে সারা এগ্রো ১৭.৫ ওভারে ছয় উইকেট হাতে জয় সূচক ১৩৫ রান করে। দলের হয়ে পির মো. সৌরভ ২৩, সাজ্জাদুল হক ৪৮* এবং মুতকার আলী ৪৫*
করেন। প্রতিপক্ষের আশরাফু ইসলাম দুটি উইকেট নেন। এই খেলা ম্যাচসেরা হন সাজ্জাদুল হক রিপন। তার হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা আবুল হাসেম।