‘সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের উন্নয়নকাজ দ্রæত সম্পন্ন হবে’

6

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন গত রবিবার সকালে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট পরিদর্শনে গিয়ে মতবিনিময় সভায় বলেন, এই শহর আমার-আপনার সকলের। শহরকে সৌন্দর্য্যমÐিত করার দায়িত্ব আমাদের সকলের। সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট নগরীর একটি অন্যতম আধুনিক বাণিজ্যিক বিপণী কেন্দ্র। এই বিপণী কেন্দ্রকে ঘিরে যারা ব্যবসা পরিচালনা করেন তারা সকলেই সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে কোন নির্বাচিত কমিটি না থাকায় সাধারণ ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যে চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরীকে সদস্য সচিব ও শ্রম অধিদপ্তরের একজন প্রতিনিধিকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যে সকল ব্যবসায়ী মার্কেটের দোকান বুঝে নিয়েছেন কিন্তু বকেয়া টাকা পরিশোধ করেননি তাদেরকে অবিলম্বে বকেয়া পরিশোধ করতে হবে। মার্কেটের অবকাঠামোগত উন্নয়ন কাজ এখনো সম্পন্ন হয়নি, তা দ্রæত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন। এসময় বক্তব্য দেন মার্কেটের প্রধান উপদেষ্টা মহানগর আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি