সিগারেটের বাঁট দিয়ে তৈরি হচ্ছে উপকরণ

18

ভারতের ফেলে দেওয়া সিগারেটের বাঁট দিয়ে খেলনা, বালিশসহ বিভিন্ন উপকরণ তৈরি করে প্রশংসিত হচ্ছেন তরুণ উদ্যোক্তা দুই ভাই নমেন গুপ্ত ও ভিপুল গুপ্ত। তারা গড়ে তুলেছেন কোড ইফোর্ট প্রাইভেট লিমিটেড নামের এক কোম্পানি, যেটির কারখানা ভারতের রাজধানী নয়াদিল্লির নয়ডা শহরতলিতে।
২০১৮ সালে দুই সিগারেটের বাঁট রিসাইকেল করার চিন্তা তাদের মাথায় আসে। উদ্যোক্তা নমেন গুপ্ত বলেন, ‘আমরা শুরুটা করেছিলাম দিনে ১০ গ্রাম তুলা (ফাইবার) দিয়ে। এখন দৈনিক ১ হাজার কেজি তুলা সংগ্রহ করছি। এভাবে বছরে আমরা লাখ লাখ সিগারেটের বাঁট রিসাইকেল করছি।’ প্রথমে বিভিন্ন সড়ক থেকে সিগারেটের স্টাব বা বাঁট সংগ্রহ করেন তারা। এরপর সেটি থেকে ফাইবার বা তুলার অংশটি আলাদা করে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। এরপর প্রক্রিয়াজাত এই তুলা থেকে তৈরি করা হয় নানা ধরনের পণ্য। একটি সিগারেটের বাঁটে তিনটি উপাদান থাকে-ফাইবার, কাগজ ও তামাক। এই তিনটি অংশকেই তারা পুনর্ব্যবহার করছেন। এখন পর্যন্ত রাস্তা থেকে ৩০ কোটির বেশি সিগারেটের বাঁট সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করা হয়েছে। এসব বাঁট দিয়ে নরম খেলনা, বালিশ, বিভিন্ন স্টেশনারি পণ্য ও বাড়ির সাজসজ্জার সামগ্রীসহ বেশ কয়েকটি পণ্য বানান তারা।