সিএলইএ’র সুবর্ণজয়ন্তীতে যোগ দিচ্ছে পোর্ট সিটি ভার্সিটি

12

আগামী ২-৫ মার্চ অনুষ্ঠিতব্য কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন এসোসিয়েশন (সিএলইএ) এর সুবর্ণজয়ন্তী সম্মেলনে যোগ দিতে ২৮ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লীতে যাচ্ছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আইন বিভাগের ৬ সদস্যের প্রতিনিধি দল। ইন্ডিয়া ল কলেজ, মোদি ইউনিভার্সিটি এবং লয়েড ল কলেজ এর যৌথ উদ্যোগে গ্রেটার নয়ডাতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আইন বিভাগের চেয়ারম্যান জিয়াউল করিম, সিনিয়র প্রভাষক মিসেস আফরোজা পারভীন, প্রভাষক আরাফাত ইবনুল বাসার সহ আইন বিভাগের ১৯তম ব্যচের শিক্ষার্থী ফারিয়া তাসনুর এবং ৩০ তম ব্যচের শিক্ষার্থী মোহাম্মদ মনজুর আলম।
উল্লেখ্য, কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন এসোসিয়েশনের এই সম্মেলনে আইন বিদ্যার বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক ও আইনবিদরা। এছাড়াও সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা অংগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি