সিএমপি-বিদ্যানন্দের উদ্যোগ সবার জন্য শীতউৎসব

9

 

শহরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘সবার জন্য শীত উৎসব’ নামের একটি ব্যতিক্রমী আয়োজন। শনিবার গত ১৪ জানুয়ারি নগরীর শহীদ ডা. মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এতে নগরীর তুলাতলী, ষোলশহর, বাইন্যাপাড়া, ১২ নম্বর বস্তি, মুক্তিযোদ্ধা কলোনী, সাগরিকা, কালীমন্দির, খুলশী এলাকার বিভিন্ন সুবিধাবঞ্চিত পরিবার এ আয়োজনে অংশগ্রহণ করে। তাদের জন্য নগরীর বিভিন্ন স্থান থেকে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়। আয়োজনে শহরের প্রায় এক হাজার পরিবার অংশগ্রহণ করে যাদেরকে শীতের পোশাক, কম্বল, জ্যাকেট ও অন্যান্য গরম কাপড় দেয়া হয়। এছাড়া শীতের পিঠা পুলি, বিরিয়ানী, শিশুদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রকম রাইডসের আয়োজন ছিলো। সিএমপির অফিসারদের পরিবার, বিভিন্ন গুণীজনদের পরিবার ও বিদ্যানন্দ পরিবারের সদস্যবৃন্দ সুবিধাবঞ্চিতদের সাথে আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। তিনি বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন সারাদেশে কাজ করে। চট্টগ্রামে সিএমপি বিদ্যানন্দের যৌথভাবে কাজ করা নতুন নয়। শীতের এই সময়ে শহরের নানা রকম পিঠাপুলির উৎসব হলেও সেখানে দরিদ্র মানুষের অংশ নেয়ার সুযোগ নেই। বিদ্যানন্দ সিএমপি সে সুযোগ করে দিয়েছে দুঃস্থদের জন্য। বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে বলা হয়, উৎসব এখন ধনীক শ্রেণি কেন্দ্রিক হয়ে গেছে। শীতকে উপভোগ করার জন্য ধনীরা বিভিন্ন আয়োজন করে। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, ডিসি (হেডকোয়ার্টারস) আব্দুল ওয়ারেশ, ডিসি (উত্তর) মোখলেসুর রহমান, ডিসি (ট্রাফিক নর্থ) জয়নুল আবেদিন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দীন, নাফিজ চৌধুরী, ফারুখ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।