সিএমপি কমিশনারের সাথে কেন্দ্রীয় রথযাত্রা কমিটির সভা

17

 

দুইশ বছরের প্রাচীন নন্দনকানন রথের পুকুর পাড় তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন দামপাড়াস্থ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় রথযাত্রা সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে সিএমপি কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়। রথযাত্রায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়। কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত সভায় বলেন, ১৮শ’ খ্রিস্টাব্দের পর থেকে চট্টগ্রামের নন্দনকানন তুলসীধাম থেকে সর্বপ্রথম নগরে শুরু হয় রথযাত্রা উৎসব, যা কালের পরিক্রমায় কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে শ্রীশ্রী মদনমোহন নরসিংহ গোপাল জীও’র মন্দির থেকে শ্রীজগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবের রথারোহণ পরবর্তী রথযাত্রা শুরু হবে।
রথযাত্রা উদ্বোধন করবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। এছাড়াও অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামদাশ ধর, অর্থ সম্পাদক বিধান ধর, হিরন্ময় ধর, এস প্রকাশ পাল, বিভিন্ন মন্দিরের অধ্যক্ষ, সভাপতি ও সাধারণ সম্পাদক, থানা পূজা পরিষদ নেতৃবৃন্দ, সেবা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি