সিইউএফএল এর বর্জ্য মিশ্রিত পানি পান করে ৪ গরুর মৃত্যুর অভিযোগ

11

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারার রাঙ্গাদিয়ায় সিইউএফএল রাসায়নিক বর্জ্যমিশ্রিত পানি পানে ৪ গরু মারা গেছে। গত বৃহস্পতিবার গোবাদিয়া খালে এসব রাসায়নিক বর্জ্যমিশ্রিত পানি পান করে গরুগুলো মারা যায়। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মৃত গরুগুলো নিয়ে কৃষক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সিইউএফএল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় গরুর মালিক মো. হোসেন, মো. মনির ও সৈয়দ জামাল উপস্থিত ছিলেন। গত বছরও একইভাবে বেশ কয়েকটি গরু মারা গিয়েছিল।
এসময় কৃষক মো. হোসেন বলেন, ‘সিইউএফএল কিছুদিন পর পর এসব বিষাক্ত পানি খালে ছেড়ে দেয়। আর এসব পানি পান করে আমাদের কারো না গরু-মহিষের মৃত্যু হয়। এছাড়া এই বিষাক্ত পানির কারণে এলাকায় কোন প্রকার চাষাবাদ হয় না।’ এ ব্যাপারে বারশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ‘সিইউএফএল কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়ার পরও তারা এসব বিষয় কর্ণপাত কওে না। এখন বিষয়টি আমরা ভূমিমন্ত্রীকে জানাব। মন্ত্রী মহোদয়ের নির্দেশ পেলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।’
জানতে চাইলে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) মাঈনুল ইসলাম বলেন, ‘আমরা রাসায়নিক বর্জ্যগুলো খালে ছাড়ার আগে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করি। এরপরেও মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। এই বর্জ্যরে কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ সেটা বিবেচনায় নিয়ে তাদের ক্ষতিপূরণও দেয়। সামনে থেকে এই বিষয়ে আমরা আরো সতর্কতা অবলম্বন করব।’