সিইউএফএলে আবারো উৎপাদন বন্ধ

9

আনোয়ারা প্রতিনিধি

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) এ্যামোনিয়া প্ল্যান্টে অগ্নিকান্ডের ঘটনায় দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর সার উৎপাদন শুরু হয়। ৫ দিন না যেতেই আবারো যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
সিইউএফএল সূত্রে জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার এ্যমোনিয়া প্ল্যান্টের লিপারমারে অগ্নিকান্ডের ঘটনায় কারখানাটি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর গত বৃহস্পতিবার দুপুরে কারখানাটি উৎপাদনে যায়। গত সোমবার সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে আবারো কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। সিইউএফএল’র মহাব্যবস্থাপক (এডমিন) মইনুল হক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।