সিআরবি রক্ষার দাবিতে ইকো ফ্রেন্ডস’র মানববন্ধন

23

 

বিশ্বমানের বন্দর হওয়া সত্বেও চট্টগ্রাম নগরীতে প্রতিনিয়ত সবুজ অঞ্চল সংকুচিত হচ্ছে। বাসযোগ্য নগরীর প্রধান অনুষঙ্গ উন্মুক্ত পরিসর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি, অপরিকল্পিত নগরায়ন ও মনুষ্যসৃষ্ট কারণে উন্মুক্ত পরিসর বিলুপ্তির পথে। চট্টগ্রাম নগরীর সিআরবি সংলগ্ন এলাকায় হাসপাতাল কিংবা অন্য কোন স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ১৫ জুলাই পরিবেশ বিষয়ক সংগঠন ইকো ফ্রেন্ডস’র উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদ, ওব্যাট থিংক ট্যাঙ্ক চট্টগ্রাম, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ফাউন্ডেশন, স্মাইল বাংলাদেশ প্রভৃতি সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
ইকো ফ্রেন্ডস’র সভাপতি উত্তম কুমার আচার্য্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পরিবেশবিদ ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, গণঅধিকার ফোরাম’র মহাসচিব এম.এ. হাসেম রাজু, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, ব্যবসায়ী মাহবুব রানা, ইপসা’র সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সমাজকর্মী নেছার আহমেদ খান, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শহীদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক সাইফ আজাদ, বাংলাদেশ গীতিকবি সংসদের সাংগঠনিক সম্পাদক দিলিপ ভারতী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)’র বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান কল্লোল, ইপসা’র উপ-পরিচালক নাছিম বানু শ্যামলী, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আলী শাহীন, ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আখতার খান, লায়ন মোহাম্মদ কামরুজ্জামান এমজেএফ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অভিজিত চক্রবর্তী, সাংবাদিক বিশ্বজিৎ পাল, আমার বাংলাদেশ (এবি) পার্টি, চট্টগ্রাম জেলার সমন্বয়ক এডভোকেট মোস্তফা নূর, স্মাইল বাংলাদেশের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম জয়, ছাত্রনেতা আ.স.ম রাগিব আহসান মুন্না, এসডিজি ইয়ুথ ফোরাম’র দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, জিল্লুর রহমান শাকিল, চন্দনাইশ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক লিও আব্দুল মন্নান হৃদয়, রোটারেক্ট ক্লাব অফ চিটাগং সেন্ট্রালের সাধারণ সম্পাদক নফিউল হক তোফায়েল, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের বিপ্লব চক্রবর্তী তুহিন, শিল্পী জুলেখা বেগম জুলি, সংগীত শিল্পী রায়হান সুলতানা নিহা, শাকিল, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য আব্দুর রহমান রবিন, চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন জাফর, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম.এ আশরাফ উদ্দিন, মুন্নি আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি