সিআরবি এখন লুটেরাদের খপ্পরে : ডা. শাহাদাত

19

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার সুযোগকে কাজে লাগিয়ে সরকার সমর্থিত কিছু স্বাস্থ্য ব্যবসায়ী চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি’র প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। চট্টগ্রামের সর্বমহলের দাবি ছিল- বিদ্যমান রেলওয়ের বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করা এবং চট্টগ্রামে সরকারি উদ্যোগে নতুন হাসপাতাল প্রতিষ্ঠা করা। অথচ সরকার সেই উদ্যোগ গ্রহণ না করে রেলের বিদ্যমান হাসপাতালটিকে বেসরকারি হাসপাতালের হাতে নামমাত্র মূল্যে ছেড়ে দিয়ে জনগণের স্বাস্থ্যখাতকে আরো সংকুচিত করার পথেই হাঁটছে। তথাকথিত উন্নয়ন প্রকল্প ও বাণিজ্যিক প্রকল্পের গ্রাসে ইতিমধ্যেই চট্টগ্রাম শহরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠ ধ্বংস করা হয়েছে। যান্ত্রিক ও কোলাহলপূর্ণ এই শহরের মানুষের প্রাকৃতিক পরিবেশে নিশ্বাস ফেলার মতো জায়গার খুব অভাব। শতবর্ষী বৃক্ষঘেরা পাহাড়, টিলা ও উপত্যকা ঘেরা সিআরবি এলাকাটি। তাই জনসাধারণের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখ ছাড়ও নানা সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন হয় সিআরবির এই শিরীষ তলায়। এই ছায়াঘেরা পরিবেশ প্রতিদিন সকালে ও বিকলে নগরের ভ্রমণপ্রিয় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য ছুটে আসে। তাই এলাকাটিকে নগরীর ফুসফুস বলা হয়ে থাকে। কিন্তু সিআরবি এখন লুটেরাদের খপ্পরে। এ জায়গাটিতে হাসপাতাল হলে এটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হবে। এখানকার ছোট-বড় বৃক্ষসমূহ কাটা পড়বে, আশেপাশে মেডিকেলের বিষাক্ত বর্জ্যরে স্তুপ তৈরি হবে, গড়ে উঠবে দোকান-পাট। যার কারণে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে। অনতিবিলম্বে সরকারের এই পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত বাতিল করে হাসপাতালটি সিআরবি থেকে সরিয়ে কুমিরায় বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করার জোর দাবি জানাচ্ছি।
তিনি ১৪ জুলাই দুপুরে সিআরবি এলাকায় বৃক্ষরোপণকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক এম এ আজিজ, সদস্য কামরুল ইসলাম, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক ছাত্র নেতা জসিম উদ্দিন চৌধুরী, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মো. মামুন, নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, কুতুব উদ্দিন কুতুব, মো. টিপু, তাসকিন প্রমুখ। এর আগে সিআরবি এলাকায় অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর। বিজ্ঞপ্তি