সিআইইউ বোর্ড অব ট্রাস্টির সভা

19

 

গুণগত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদেও গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির সদস্যরা। তারা বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী সিলেবাসের মাধ্যমে এগিয়ে নিতে বদ্ধপরিকর সিআইইউ। তাই বিশ^মানের পাঠ-পঠনের দিকেই বেশি নজর কর্তৃপক্ষের। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত সিআইইউর নবম বোর্ড অব ট্রাস্টির সভায় এসব কথা বলেন ট্রাস্টি সদস্যরা। এ সময় শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি ও অনলাইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তারা। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রকৌশলী আলী আহমেদ, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, এ কাইয়ূম খান, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টির সচিব-রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। বিজ্ঞপ্তি