সিআইইউ অ্যাডমিশন টেস্টে ভর্তিচ্ছুদের মিলনমেলা

9

 

আগের দিন সন্ধ্যায় বৃষ্টি নেমেছিল মুষলধারে। পানিতে ভেসে গেছে শহরতলীর অনেক রাস্তা। খবরের কাগজ বলছে, ২৪ ঘণ্টায় নাকি চট্টগ্রামে বৃষ্টি রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৮ মিলিমিটার। তাতে কী? ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে কোনো বাধাই প্রতিবন্ধকতা হতে পারেনি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) দ্বিতীয় অ্যাডমিশন টেস্টে। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় অটাম ২০২২ সেমিস্টারের দ্বিতীয় অ্যাডমিশন টেস্ট। চারটি স্কুলের (অনুষদে) পছন্দের প্রোগ্রামে ভর্তি হতে পরীক্ষায় অংশ নেন চট্টগ্রামের একাধিক কলেজের ছাত্র-ছাত্রীরা। এর আগে সকালে পরীক্ষার হলগুলো ঘুরে দেখেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরীক্ষার হল পরিদর্শনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, আইটি শাখার পরিচালক মোস্তাফিজুর রহমন চৌধুরী, এইচআর অ্যান্ড ভিসি অফিস শাখার সহকারি পরিচালক আশরাফুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি