সিআইইউর পিঠা উৎসবে গ্রামবাংলার সংস্কৃতি

40

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বসন্ত বরণ ও পিঠা উৎসব যেন ফালগুনের রঙে রাঙিয়ে দিলো তারুণ্যমুখর ক্যাম্পাস। সবার পদচারণায় মুখর হয়ে উঠে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাস। গতকাল বুধবার সকালে কালচারাল ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বসন্ত কচিপাতায় আনে নতুন রঙ, আলোর নাচন। পুরোনো স্মৃতির জীর্ণতা ভুলে গিয়ে আগামি দিনে ইতিবাচক কাজে সবার সাফল্য আসবে এমনটা চাওয়া আমার। অনুষ্ঠান আয়োজনের বিষয়ে কালচারাল ক্লাবের উপদেষ্টা ড. রোবাকা শামসের বলেন, ঋতু বসন্ত মনকে সাজায় বাসন্তী রঙে। বাঙালির চিরচেনা এই উৎসবে আমরা সবাই মিলে প্রাণের বাংলাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
কৃতী শিক্ষার্থী তাসরিন চৌধুরীর উপস্থাপন আর মুহুর্মুহু করতালি-উচাটন হয়ে ওঠে উপস্থিত দর্শকদের সবার মন। অন্যদিকে নৃত্য আর পুঁথিপাঠের আসরে গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ফুটে উঠে আরও একবার। সাংস্কৃতিক পর্বে যারা অংশ নিয়েছেন তারা হলেন: অমিতাভ, অপূর্ব, জয়, মিম, সামিহা, স্নেহা, অন্তরা, রাহিয়া, তাজরিন, আনিন্দিতা, মিতু, মোবাশে^রা, রাইয়ান, হাবিব, আতিয়া প্রমুখ। অনুষ্ঠানে সেরা পিঠা খাদক হয়েছেন আলী আরমান। সেরা স্টলের পুরস্কার পেয়েছে চট্টল পিঠা ঘর। বিজ্ঞপ্তি