সিআইইউতে বাজেট নিয়ে অনুষ্ঠান আজ

54

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজনেস স্কুলের আয়োজনে আজ রবিবার অনুষ্ঠিত হবে ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘কেমন হলো দেশের বাজেট’।
নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে সকাল ১১টায় এই অনুষ্ঠান শুরু হবে। এতে আলোচক থাকবেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন (এফসিএমএ)। প্রধান অতিথি থাকবেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। বাজেটের আদ্যোপান্ত নিয়ে পেপার উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ।
কর্তৃপক্ষ জানান, অনুষ্ঠানে ঘোষিত বাজেটের নানা দিক যেমন: পণ্যের দাম বৃদ্ধি ও দাম কমানো, শুল্ক আরোপ, কর, ভ্যাট, দারিদ্র হ্রাসের চ্যালেঞ্জসমূহ, বিকেন্দ্রীকরণ, শিক্ষা-গবেষণা-উন্নয়ন, অবকাঠামো পরিবর্তন, লক্ষ্যমাত্রা, বৈদেশিক মূলধন, ঘাটতি, আয়-ব্যয়সহ একাধিক বিষয়গুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করা হবে। এতে সবার মতামত দেওয়ার সুযোগ রয়েছে। প্রসঙ্গত, সিআইইউর বিজনেস স্কুল দেশের যে কোনো জাতীয় ইস্যু নিয়ে নিয়মিতভাবে এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। বাজেট নিয়ে প্রাণবন্ত আলোচনা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় সফল ব্যক্তিদের জীবনের অভিজ্ঞতা, প্রতিষ্ঠিত হওয়ার গল্প, কর্পোরেট টকসহ বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান উপস্থাপন করে প্রশংসা কুড়িয়েছে। বিজ্ঞপ্তি