সিআইইউতে দুর্নীতি রোধ বিষয়ক সেমিনার

9

শুধু আইন দিয়ে দেশের দুর্নীতি দমন করা যাবে না। দুর্নীতি করলে তার জন্য সর্বোচ্চ সাজা আর শাস্তি হতে পারে। কিন্তু সমাজ থেকে দুর্নীতি রোধ করতে চাই সচেতনতা, চাই মানসিকতার পরিবর্তন। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত ‘বাংলাদেশে দুর্নীতিবিষয়ক আইনের প্রয়োগ: সীমাবদ্ধতা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এমনই কথা বলেছেন বক্তারা।
সম্প্রতি নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিশ^বিদ্যালয়ের ল সোসাইটি এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম ডিভিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর স্কুল অব ল’র ডিন ড. মোহাম্মদ বেলায়েত হোসেন। সঞ্চালনা করেন ল সোসাইটির উপদেষ্টা প্রভাষক মো. হাসনাত কবির।
অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধ করার কোনো বিকল্প নেই বলে জানান। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্কুল অব ল’র দুই কৃতি শিক্ষার্থী নাবিলা এবং হুমায়রা। বিজ্ঞপ্তি