সাড়ে ৪ বছর পর মিশরে জরুরি অবস্থার অবসান হচ্ছে

1

 

মিশরে সাড়ে চার বছর ধরে চলা জরুরি অবস্থার অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার এক ফেইসবুক পোস্টে তিনি একথা জানিয়েছেন। বেশ কয়েকটি গির্জায় প্রাণঘাতী বোমা হামলা হওয়ার পর ২০১৭ সালের এপ্রিলে মিশরে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তারপর থেকে তিন মাস অন্তর অন্তর নিয়মিতভাবে এর মেয়াদ বাড়ানো হয়। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সত্তে¡ও জরুরি অবস্থা তুলে নেওয়া হয়নি। ফেইসবুক পোস্টে সিসি লিখেছেন, “মিশর এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার মরুদ্যান হয়ে উঠেছে। তাই কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের সব এলাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জরুরি অবস্থা কর্তৃপক্ষকে কোনো পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার ও তাদের কথিত ‘রাষ্ট্রের শত্রুদের’ দমন করার একচ্ছত্র ক্ষমতা দেয়।