সালেহা মান্নান ঢালী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

11

শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আব্দুল মান্নান ঢালীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সালেহা মান্নান ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে গত ২২ জুলাই দিনব্যাপী টিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধপত্র ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ডা. বেলায়েত হোসেন ঢালীর নেতৃত্বে ১৫ জনের একটি টিম জুমার নামাজের পর হতে রাত ১০টা পর্যন্ত প্রায় ২০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে করোনার প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ায় উপস্থিত রোগীদের মাঝে সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়। এর আগে দিনের শুরুতে খতমে কোরআন এবং বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন টিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী মোফাজ্জল হোসেন ঢালী, মহসিন ঢালী, সিদ্দিক মাস্টার, ফাউন্ডেশন এর দাউদকান্দি পৌর এলাকার সমন্বয়কারী ও দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মিনহাজ সরকার, মাহমুদ উল্লাহ ঢালী, সালাম সরকার, কাউছার ঢালী, সিয়াম ঢালী, সোহাগ ঢালী, পারভেজ, মুহিন মিয়াজী, নিশাত প্রমুখ। বিজ্ঞপ্তি