সালাহর বিদায়ের জন্য প্রস্তুত লিভারপুল

19

মোহাম্মেদ সালাহ আগামী বছর লিভারপুল ছেড়ে যাবেন, খবর ইংলিশ গণমাধ্যমে। বৃহস্পতিবার ৩০ বর্ষী মিশর তারকার সঙ্গে অলরেডদের চুক্তির শেষ বছর শুরু হচ্ছে।
কয়েক সপ্তাহ ধরে সালাহর সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টায় আছে লিভারপুল। আলোচনা এগোলেও চুক্তি নবায়ন হয়নি। ২০২৩ সালের গ্রীষ্ম আসার আগেই চলে যাওয়ার ব্যাপারে মানসিক প্রস্তুতি নিচ্ছে সালাহ। তার ট্রান্সফার বাবদ লিভারপুল ৬০ মিলিয়ন পাউন্ড সীমানা ঠিক করে রাখছে।
২০২১-২২ মৌসুমে সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ১৪ অ্যাসিস্টসহ করেছেন ২৩ গোল। সন হিউং-মিনের সাথে যৌথভাবে গোল্ডেন বুট জিতেছেন। দ্বিতীয়বারের মতো জিতেছেন ইংলিশ পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) দেয়া বর্ষসেরা ইংলিশ ফুটবলারের পুরস্কার।
লিভারপুল জার্সিতে গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন সালাহ। এফএ কাপ, কারাবাও কাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন। ১ পয়েন্ট ব্যবধানে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি। ২০১৭ সালে রোমা থেকে অলরেড ডেরায় এসে সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮০ ম্যাচে করেছেন ১১৮ গোল।