সালাহর দ্রুততম সেঞ্চুরি সিটির রেকর্ড ভাঙার পথে লিভারপুল

27

শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের। ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি এখন শোভা পাবে অ্যানফিল্ডে। চ্যাম্পিয়ন তকমাটা পেয়ে গেলেও ম্যাচ জয়ের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছে না অলরেডরা। এবার মোহামেদ সালাহর জোড়া গোলে ব্রাইটনকে তাদেরই মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। বুধবার রাতে জোড়া গোল করার পথে ব্যক্তিগত এক রেকর্ডও করেছেন মিশরীয় ফরোয়ার্ড। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্টের সেঞ্চুরি করেছেন তিনি। মাত্র ১০৪ ম্যাচ খেলেই দলে ১০০ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন সালাহ। ব্রাইটনের বিপক্ষে ৬ ও ৭৬ মিনিটে গোল দুটি করেন তিনি। তার আগে সালাহর অ্যাসিস্ট থেকে লিভারপুলকে দ্বিতীয় গোল এনে দেন হ্যান্ডারসন। ইতালিয়ান ক্লাব রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর প্রিমিয়ার লিগে এখন পযর্ন্ত ৭৩টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আর ২৩ গোল করিয়েছেন তিনি। তার আগে অলরেডদের হয়ে প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্টে মাইলফলক গড়েছিলেন আরও তিন তারকা।