সালাউদ্দিন এবার আনলেন ‘এলিট একাডেমি’

6

কমলাপুর স্টেডিয়ামে বাফুফে একাডেমি শুরু হয়েছে মাস খানেক আগেই। শোকের মাস আগস্টে আর আনুষ্ঠানিক উদ্বোধন করেনি বাফুফে। গতকাল দুপুরে কমলাপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে ‘বাফুফে এলিট একাডেমি’ উদ্বোধন করেন।
বাফুফে আগেও দুই দফা একাডেমি করেছিল। এবার এলিট শব্দ যোগ করেছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘এই একাডেমিতে দেশি বিদেশি কোচিং স্টাফ এবং বিদেশেও ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। দেশব্যাপী অন্বেষণ করে আনা হয়েছে।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাফুফে একাডেমির সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে বলেন, ‘আশা করি এখান থেকে ভালো মানের ফুটবলার আসবে। আমরা বাফুফেকে সর্বাত্মক সহায়তা করব।’