সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই

14

 

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা পরিক্ষিত সত্য। নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন ও দেশ পরিচালনার ব্যর্থতার সব দায় আওয়ামী লীগের। এই সার্চ কমিটির তালিকা এবং নির্বাচন কমিশনও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। সার্চ কমিটিতে যারা আছেন তারা অধিকাংশই আওয়ামী লীগ সমর্থিত। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এর কোনো বিকল্প নেই। তিনি ১৭ ফেব্রæয়ারি দুপুরে নগরীর শুভপুর বাস স্টেশনের পাশে সদরঘাট থানা যুবদল আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদরঘাট থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ রাসেদ এর পরিচালনায় বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক নেতা মসিউল আলম স্বপন, মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান ভুলু, সদরঘাট থানা বিএনপির সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহানগর জাসাসের আহবায়ক লায়ন এম এ মুছা বাবলু, চবি সাবেক ছাত্রদলের নেতা সাইফুর রহমান শপথ, সদরঘাট থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ওমর ফারুক রুবেল, কাউসার হোসেন বাবু, জাহেদুল ইসলাম, জাহিদুল আলম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইলিয়াজ রাশেদ, আব্দুল আজিজ, রবিউল হোসেন, তসলিম আহমেদ, আলী আহমেদ, শিব্বির আহমদ ওসমানি, মো. নওশাদ, কমল জ্যোতি বড়ুয়া, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ সুমন, নূর জাহেদ বাবলু, আজম খাঁন, শিব্বির আহমেদ, মোহাম্মদ হাসান, সালাউদ্দিন জুয়েল, মুরাদ হোসেন, আইয়ুব খান, আব্দুল মান্নান, ইয়াছিন আরাফাত, আনোয়ারুল আবেদিন মুন্না, ফয়সাল আহমেদ, পারভেজ পারু, সাগর, নাঈমউদ্দিন, ই.ম জুয়েল, নাহিদ আলী, রাব্বী, মেহেদী প্রমুখ। বিজ্ঞপ্তি