সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভা

37

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে পাঁচলাইশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ড. মাসুম চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংস্থার সহ-সভাপতি মিজানুর রহমান বাপ্পি এবং জাতীয় সংগীত পরিবেশন করেন মহিলা বিষয়ক সম্পাদক এড. রোকসানা আক্তার। বক্তব্য দেন প্রাইমারী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাহবুবুল আলম, ব্যবসায়ী নুরুল আজম মানিক, প্রকৌশলী মারুফ রেজা, জাকির হোসাইন, সংস্থার সহ-সম্পাদক জাহেদুল করিম বাপ্পি, সহ-সাংগঠনিক ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন, দপ্তর সম্পাদক শফিউল আকবর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কাউন্সিলর ফরিদা ইয়াছমিনসহ প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও একটি বিপ্লবী জাতির যোগ্য উত্তরসূরী হয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহŸান জানান।
এসময় উপস্থিত ছিলেন এম এ আউয়াল, আজম খান, সাইফ আমির, গোলাম মোস্তফা, মুছা খান, জিয়াউল হক, সোলাইমান, ইয়াছিন, গোলাম সরোয়ার, সাকিবসহ প্রমুখ। বিজ্ঞপ্তি