সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের পরিচিতি সম্মেলন সম্পন্ন

11

নিজস্ব প্রতিবেদক

‘সারা বাংলা ৮৮’ ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা প্যানেলের সদস্য বন্ধু পরিচিতি সম্মেলন সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে জেলা কো-অর্ডিনেটর ডা. আবদুর রব মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‘বন্ধু আমরা অষ্টাশি-সুখে দুখে পাশাপাশি’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন চট্টগ্রামের দুই শতাধিক এসএসসি ৮৮ ব্যাচের বন্ধু।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্যানেলের উপদেষ্টা ও বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব শামসুল হক দুলাল, বিকেএমইএ পরিচালক মো. শামসুল আজম, নীড গ্রুপের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ, অতিরিক্ত কাস্টমস কমিশনার (বন্ড) মাহফুজুল হক তুহিন প্রমুখ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কর্নেল মুজিবুল হক শিকদার, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বশির উদ্দিন আহমদ, টিকে গ্রুপের মার্কেটিং ডিরেক্টর মো. মোফাচ্ছেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর মো. নাসিম, চট্টগ্রাম জেলা কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ফোকাল পারসন ডা. আবদুর রব মাসুম, অ্যাডমিন ক্যাপ্টেন আতিক খান, মডারেটর মাসুক,মোর্শেদ, কংকন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট কো-অর্ডিনেটর নুরুন নবী, মুন্না চৌধুরী, সাবিনা রুপা, সুশান্ত, বদরুন্নেসা, জসিম, এনাম, আকতার, নাজিম, ব্যাংকার শাহাবুদ্দিন, সোহেল, অপু, কামালসহ দুই শতাধিক এসএসসি ৮৮ বন্ধু।
সম্মেলনে ১০ জন বন্ধুকে শুভেচ্ছা স্মারক প্রদান ছাড়াও র‌্যাফেল ড্র এবং ব্যাচের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।