সারাবছরে লায়ন্স ক্লাবগুলো বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে

5

 

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট’র উদ্যোগে ডিস্ট্রিক চেয়ারপার্সন লায়ন মো. আশিকুল আলম আশিকের সভাপতিত্বে ও ডিস্ট্রিক চেয়ারপার্সন লায়ন নাগরিস আক্তারের সঞ্চালনায় নগরীর রৌফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী, কোভিড সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং দারুল হুদা এতিমখানায় এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসি লায়ন উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন আরসি লায়ন নাজমুল হক, লায়ন দেবাশীষ ভট্টাচার্য্য জেডসি, ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন লায়ন মো: আজিজুর রহমান, ক্লাব ডিরেক্টর লায়ন ইবনে মিজান রুবেল, জয়েন্ট সেক্রেটারি লায়ন রাশেদ উদ্দিন, টেইল টুস্টার লায়ন সুবর্ণা দাশ, লায়ন শান্তা বড়ুয়া, লিওদের মধ্যে জোন ডিরেক্টর লিও বোরহান উদ্দিন সাকিব, প্রেসিডেন্ট লিও শিপন হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও শাহারিয়ার আলম তৌসিফ সহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথি তাঁর বক্তব্যে বলেন, অক্টোবর মাস লায়ন্স জেলার সেবার মাস। সারা বছরে লায়ন্স ক্লাবগুলো বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে কিন্তু এই অক্টোবর মাসকে বিশেষ সেবার মাস হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।