সারাদেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়

42

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় মহাসমাবেশের প্রধান সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘আগামী ২০ জুলাই চট্টলার রাজপথ হবে বেগম খালেদা জিয়ার মুক্তির মিছিলের নগরী। তিনি যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে অতীতে অন্যতম ভূমিকা রেখেছিলেন যুব সমাজ। ২০ জুলাইয়ের মহাসমাবেশ বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশে রূপান্তরিত করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। কিন্তু সরকার বিচার বিভাগকে বাধাগ্রস্ত করে বেগম খালেদা জিয়ার মুক্তির পথকে রুদ্ধ করে রেখেছে। কঠিন আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। আন্দোলন-সংগ্রামের সুতিকাগার বীর চট্টলার মাটি থেকেই বেগম জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত হবে’।
আগামী ২০ জুলাই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় মহাসমাবেশের প্রধান সমন্বয়কারী মাহবুবের রহমান শামিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি ইদ্রিস মিয়া, শফিউল আলম চৌধুরী জকু, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আব্বাস, যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, মঞ্জুর উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, সহ-সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম মামুন মিয়া, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তাহের, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার চেয়ারম্যান, সমাজ কল্যাণ সম্পাদক আবু চেয়ারম্যান। এতে আরো উপস্থিত ছিলেন, কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, আবু তাহের, শফিকুল ইসলাম শাহিন, নুরুল হুদা জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, আব্দুল মঈন চৌধুরী, জসিম উদ্দিন মেম্বার, রফিকুল ইসলাম খোকা, নজরুল ইসলাম, সাজেদুল আলম মিন্টু, মো. শফি, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, হাজী ওসমান, রবিউল হোসেন বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মহসিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, আব্দুস ছবুর, হামিদুর রহমান পেয়ারু, মঞ্জুর আলম, আল রায়হান সোহেল, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, দিল মোহাম্মদ মঞ্জু, আব্দুল মজিদ শাহ্, বখতেয়ার উদ্দিন, আবু বক্কর, জাহাঙ্গীর আলম, লুৎফুর রহমান, আহমেদ ছগির, দৌলত আকবর চৌধুরী, আলী আকবর, নুরুল আবছার, ডা. কামাল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, যুবদল নেতা আব্দুস শুক্কুর, মোস্তাক খান, মো. সাব্বির, আব্দুল আজিজ আকাশ প্রমুখ। বিজ্ঞপ্তি