সাম্য মানবিকতার জাগরণ

7

 

ধর্ম শব্দটি সংস্কৃত ‘ধৃ’ ধাতু থেকে উদ্ভূত। ‘ধৃ’ মানে ধারণ করা। সুতরাং ধর্ম বলতে সেই জিনিষকে বোঝায়, যা মানুষকে ধারণ বা পোষণ করে। এর সারকথা অতিপ্রাকৃত শক্তির প্রতি সমর্পন। এ বিশ্বাস থেকে ব্যক্তির মনে সৃষ্টি হয় ভীতি ও আত্মশুদ্ধি। এর অনন্য বৈশিষ্ট্য সত্য, সুন্দর, প্রেম ও মানবকল্যাণ। একই সাথে উদারতা পরমত সহিষ্ণুতা।
অথচ বিশ্বব্যাপী দেখি ধর্মের নামে চলছে সা¤প্রদায়িক রাজনীতি। অহরহ চলছে ধর্মের রাজনৈতিক ব্যবহার। চলছে দুর্বলের প্রতি সবলের অত্যাচার। কথিত সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে আধিপত্যের খড়গ। এর পশ্চাৎপট অসাম্য, বৈষম্য, ভোগবাদ, হিংসা, বিদ্বেষ। যার পরিণাম কলহ, দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, রক্তপাত। বিশ্বব্যাপী সাম্য মানবিকতার জাগরণ খুবই জরুরি।