সাম্প্রদায়িক হামলার বিচার দাবি জন্মাষ্টমী পরিষদের

21

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী ১৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত পাঁচদিনব্যাপি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব সারাদেশব্যাপী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে পরিষদের পক্ষ থেকে ঐতিহাসিক জেএম সেন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ১৯ আগস্ট সকালে বের করা হবে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত সমাগম হবে। ধর্মমহাসম্মেলনে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় নেতৃবৃন্দ। ১০ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য দেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত বছরে শারদোৎসবে কুমিল্লার পূজোন্ডপে মিথ্যা গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে নোয়াখালী, লক্ষীপুর এবং চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হলের পূজামন্ডপসহ দেশের বিভিন্ন পূজোমন্ডপে ভাংচুরসহ সনাতনী সমাজের উপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে এবং কয়েকজন নিরীহ সনাতনী ভক্তকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যা পুরো বিশ্বের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। পরিষদ এসব নারকীয় সাম্প্রদায়িক দাঙ্গার তীব্র প্রতিবাদ জানায় এবং এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, যুগ্ম সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, মহাশোভাযাত্রা কমিটির আহবায়ক মাইকেল দে, সদস্য সচিব লায়ন শংকর সেনগুপ্ত, ঢাকা মহানগর কমিটির আহবায়ক অ্যাড. এস.কে সিকদার, সদস্য সচিব রতেœন্দু ভট্টাচার্য্য, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রতন আচার্য্য, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি পান্না লাল দত্ত, ঢাকা মহানগর আহবায়ক কমিটির সদস্য মনোজ সেনগুপ্ত, চন্দন বিশ্বাস, জয়ন্ত কুমার দেব, লাভলী দাস, স্বর্ণলতা দেবনাথ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন তপন কান্তি দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি