সাম্প্রদায়িক সহিংস ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্বেগ

9

 

দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত সাম্প্রদায়িক সহিংস ঘটনার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। দেশকে আবারো পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রীমহলের উস্কানিতে সকলকে সতর্ক থাকার আহŸান জানান নেতৃবৃন্দ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। এ সম্প্রীতির কারণেই আজ সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান সমুন্নত হয়েছে। দরিদ্র দেশ থেকে আজ রূপান্তরিত হয়েছে উন্নত দেশে। দেশ ও জাতির অগ্রগতিকে রুখে দাঁড়াতে এবং এদেশের স্থিতিশীলতা বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারে একটি মহল অপতৎপরতা শুরু করেছে। সম্প্রতি সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব চলাকালে কুমিল্লায় একটি পূজামÐপে সৃষ্ট ঘটনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এ ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা সারাদেশে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সহ সনাতনী সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মঠ-মন্দিরে হামলা এবং ভাংচুর চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক শক্তিগুলোকে উস্কে দিচ্ছে। বিবৃতিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ সবাইকে সতর্ক থাকার এবং অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি