সাম্প্রদায়িক সম্প্রীতি

0

 

সকল ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে সকলের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ অবস্থানই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে এ দেশে মিলেমিশে একত্রে বসবাস করে আসছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় এদেশ স্বাধীনতা লাভ করেছে। বর্তমানে অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করছে। তারপরেও কিছু দুষ্কৃতকারী বিভিন্ন সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন চক্রান্তে লিপ্ত। তারই ধারাবাহিকতায় শারদীয় দুর্গোৎসবে দুর্বৃত্তরা আবার সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে। সাম্প্রতিক ঘটনাবলী তারই অংশ বলে মনে হয়। বর্তমান সময়ে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে এসবের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। কারণ সাম্প্রদায়িকতা কোন সত্যিকার দেশপ্রেমিক কিংবা ধার্মিক নাগরিকের কাজ হতে পারে না। সাম্প্রদায়িকতা নিঃসন্দেহে রাষ্ট্রবিরোধী ও ইসলাম বিরোধী। কারণ ইসলাম ধর্মে অন্য ধর্মের উপর জোর করার কোন সুযোগ নেই। সাম্প্রদায়িকতার নামে যারা বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, যারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে এবং সাম্প্রদায়িকতার জন্য জীবন উৎসর্গ করে তারা আমাদের সমাজভুক্ত নয় (আবু দাউদ)।’ তাছাড়া ‘মদিনা সনদ’ এর মাধ্যমে রাসূলে করীম (সা.) সকল ধর্মের, গোত্রের মানুষের শান্তি ও সৌহার্দপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।