সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম সবসময় সোচ্চার

8

 

চট্টগ্রাম লোহাগাড়া চুনতীর শাহ্ মনজিল সীরত ময়দানে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ৭ম দিনের মাহফিল ১৪ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হয়। মাহফিলের দুই অধিবেশনে ছদরতে আসীন ছিলেন লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফজলুল হক ও চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা আঞ্জুমানে তোলাবায়ে সাবেক্বীনের সভাপতি মাওলানা মমাজুর রহমান। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় তাকওয়ার পরিচয় ও মানবজীবনে এর অপরিহার্য বিষয়ে আলোচনা করেন চট্টগ্রামের বায়েজিদের মুহাম্মদ নগর বায়তুল নূর জামে মসজিদের খতিব মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী, রাসুল (স.)-এর জীবনাদর্শ নিয়ে বয়ান করে ঢাকা থেকে আগত মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ, বুলবুলে বায়তুশ শরফ খ্যাত কাজী মাওলানা শিহাব উদ্দিন, জুমার নামাজের পূর্বাপর সুন্নত বিষয়ে ওয়ায়েজ পেশ করেন চট্টগ্রাম নাসিরাবাদ মিসবাহুল উলুম মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা মুহাম্মদ নোমান, ইসলামের পর্দার বিধান বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা মুহাম্মদ শোয়াইব, জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের অবদান বিষয়ে বয়ান করেন সাতকানিয়া কাঞ্চনা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান শমসী। বক্তারা বলেন, ইসলাম একমাত্র ধর্ম যা সব ধর্মের সমান স্বাধীনতা নিশ্চিত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এণই সোচ্চার, যা অন্য কোন ধর্মে নাই, রাসূল-এ করিম (সা.) নিজেদের জানমালের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্যও মুসলমানদের প্রতি বেশি বেশি তাগিদ দিয়েছেন। শুধু তাই নয়, অন্য ধর্মাবলম্বী ও তাদের উপাসনালয়ের ওপর আঘাত-সহিংসতাও ইসলামে চিরতরে হারাম ও নাজায়েজ ঘোষণা করা হয়েছে। মাহফিলে আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক, মাহবুবুল হক, অলি উদ্দিন,শাহজাদা তৈয়বুল হক বেদার,শাহযাদা আনোয়ার উল্লাহ সুজাত, শাহযাদা আসমাউল্লাহ ইমরাত,হাফিজুর রহমান ছিদ্দিকী আকিদ, কাজী আরিফ, সাইফুদ্দিন মো. তারেক, মো. টিপু সুলতান, মাওলানা মাহের শামস, সিফাতুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, তানযীফুল ইসলাম তানসীর, আবু ওবাইদা মুহাম্মদ সুদ, মুহাম্মদ সাকিব, মু. এহসানুল্লাহ, আবু হুরায়রা মুহাম্মদ শাকিল, হাফেজ রবিউল হাসান। বিজ্ঞপ্তি