‘সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ’

12

খোরশেদ আলম সুজন
চসিকের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। গতকাল সোমবার শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন সকালে কাট্টলী মজুমদার বাড়ি, আচার্যপাড়া, মালীপাড়া পূজামন্ডপ, কৈবল্যধাম পরিদর্শন এবং সনাতনী সম্প্রদায় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসস্থল পরিণত হয়েছে বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নানা ধর্মের, বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করছে এ দেশে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈবল্যধাম ট্রাস্টি বোর্ডের সদস্য অজয়মিত্র শংকু, রাজনীতিবিদ নুরুল কবির, আসিফ ইসলাম, জমির উদ্দিন মাসুদ, সিরাজউদ্দৌলা নিপু, জাহাঙ্গীর আলম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, তৌহিদুল ইসলাম, এইচ এম বেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী, হিমেল মজুমদার, রঞ্জন দাশ, মুন দাশ, জয়দেব আচার্য জয়, ছোটন সেন, ইঞ্জিনিয়ার কৃষ্ণ ভজন আচার্য, অশোক আচার্য্য, সঞ্জয় আচার্য, আনন্দ আচার্য, অসিত দেব হৃদয়, রাহুল মজুমদার বাধন, শুভ দাশ প্রমুখ।

ফরিদ মাহমুদ
মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, বিপদে বন্ধুর পরিচয়। করোনার সময় যারা জনগণের পাশে ছিল না, তারা দেশের ক্ষমতায় যেতে চায়। অথচ জনগণের বিপদে এগিয়ে আসার সামর্থ্য তাদের ছিল। ক্ষমতায় থাকাকালীন লক্ষ লক্ষ কোটি টাকা তারা মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই পাচার করেছে। সুইচ ব্যাংকে তাদের টাকা জমা আছে। এমন দুর্নীতিবাজদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।
নগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের নাথ পাড়ায় ভোলা নাথ মন্দির পুজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় সভায় সভাপতিত্ব করেন দুলাল নাথ। সুভাষ নাথের পরিচালনায় আলোচনায় অংশনেন আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ নুরুজ্জামান, হালিশহর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দেবনাথ লিখন, সাধারণ সম্পাদক সুমন কান্তি নাথ, ভোলানাথ মন্দির পূজা উদযাপন পরিষদ সভাপতি বিপ্লব নাথ, সাধারণ সম্পাদক সুমন নাথ, তরুণ নাথ, কুশলব চৌধুরী, তপন শীল, পিকলু নাথ, সজল নাথ, সনজিৎ নাথ, প্রান্ত চৌধুরী প্রমুখ। সভার শুরুতে প্রধান অতিথি পুজারীদের প্লেটে প্রসাদ তুলে দেন। সভাশেষে আগত নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন।

বন্দর হিন্দুপাড়া সৎসঙ্গ
দক্ষিণ-মধ্যম হালিশহর বন্দর ১নং সাইড হিন্দুপাড়া সৎসঙ্গ সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা পরিষদের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২ অক্টোবর সৎসঙ্গ কেন্দ্র মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএ লতিফ এমপি’র পুত্র তরুণ সমাজসেবক উমর মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিয়া, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য ইমতিয়াজ সুমন। স্বাগত বক্তব্য রাখেন বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন দাশ।
বন্দর থানা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মান্না দত্তের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ৩৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. বাবর, দিলীপ দাশ, মো. সোহেল, পিযুষ চৌধুরী, প্রকাশ দেবনাথ, সুভাষ ধর, খোকন দে, সৎসঙ্গ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুকুল চৌধুরী, সাধারন সম্পাদক অংকুর দত্ত শুভ, অভি দাশ, অপু মজুমদার, সোহাগ দাশ, শুভ দেবনাথ, সুমিত দে অভি, অর্পণ দাশ, দীপ দাশ, জয় নাথ (বাবু), হৃদয় দে, শান্ত দে, জেকি ধর, বিজয় শীল প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পীরা। বিজ্ঞপ্তি