সাম্প্রদায়িকতা মানবতা পরিপন্থী

43

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, একজন ধার্মিক ব্যক্তি কখনোই সাম্প্রদায়িক হতে পারেনা। তিনি আরো বলেন, ধর্মান্ধ ব্যক্তি ধর্ম বাদ দিয়ে সম্প্রদায়কে প্রাধান্য দেয় বলেই সাম্প্রদায়িতকতার সৃষ্টি হয়। তাই ধর্মান্ধতা ? সাম্প্রদায়িকতা মানবতা পরিপন্থি। গতকাল সকাল ১১টায় চবি এ কে খান আইন অনুষদ মিলনায়তনে দ্য ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ড এর সহায়তায় এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত ‘অসাম্প্রদায়িকতা, শান্তি-সম্প্রীতি রক্ষা ও উগ্রবাদ প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বাংলাদেশ নারী প্রগতি সংঘের সমন্বয়ক সঞ্জয় মজুমদার এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক কর্মী রাশেদ হাসান। আলোচক ছিলেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান এবং উৎস এর নির্বাহী পরিচালক ও চবি নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক মোস্তফা কামাল যাত্রা। সেমিনার উপস্থাপনা করেন অর্থনীতি বিভাগের ছাত্রী নোশিন নওয়াল। খবর বিজ্ঞপ্তির