সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর রং

17

আনোয়ারায় মাছের আড়তে বিভিন্ন জাতের সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহারের ক্ষতিকর রং। মাছ তাজা দেখাতে কাপড়ে ব্যবহারের রং পানিতে মিশিয়ে তার মধ্যে মাছ ভিজিয়ে রাখা হয়। রং আর ফরমালিন ব্যবহার করায় এসব মাছ হয়ে ওঠে স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। গত ৩ মার্চ আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির এবিসি নামের একটি মৎস্য আড়তের সামনে এ রং মেশানো হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সামুদ্রিক মাছ তাজা দেখাতে বিষাক্ত কাপড়ের রং মেশানো হচ্ছে। কাপড়ে ব্যবহৃত রং মেশানো পানিতে চুবিয়ে রাখা হচ্ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এছাড়া সাদা পাউডার জাতীয় কিছু মাছে মেশাতে দেখা যায়। এ বিষয়ে এবিসি মৎস্য আড়তের মালিক মো. শাহেদ জানান, এগুলো আমার আড়তের মাছ নয়। এগুলো বাঁশখালীর জেলের মাছ। ওরা আমার কাছ থেকে বরফ কিনে। তবে ওরা সব সময় মেশায় না, মাছ যদি একটু দুর্বল হয় মাঝে মধ্যে মেশায় আর কি। আমার কাছে মাছ নেই। এগুলো ওদের মাছ। জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, সামুদ্রিক মাছকে সতেজ দেখানোর জন্য কাপড়ে রং পানির সঙ্গে মিশিয়ে তা মাছে ব্যবহার করা আইনত অপরাধ এবং যা মানবদেহের জন্য অত্যান্ত ক্ষতিকর। উপজেলায় এবিসি মৎস্য আড়তে তাই করা হচ্ছে বলে অবগত করলে তিনি জানান উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।